কবিতাঃ- অন্তহীন প্রত্যাশা
✍️ মনোজ ভৌমিক
গোধূলির রঙ আকাশ ছুঁয়েছে
সন্ধ্যা নামছে ধীরে,
তুমি আর আমি একসাথে হাঁটি
গান গাই একসুরে।
বিপদ আপদ এসেছে অনেক
এসেছে তুফান ভারী,
প্রমাণ করেছো আমার জীবনে
তুমি মহীয়সী নারী।
ভালোবাসা দিয়ে আগলে রেখেছো
আমার পর্ণ কুটীর,
হতাশ হয়নি একটিবারও
ওই দখিনা সমীর।
স্বর্গীয় সুখ চাওনিতো তুমি
চেয়েছো দুখানি হাত,
বন্ধু হয়েছো,সখা,প্রিয়তমা,
সময়ে দিয়েছো সাথ।
সময়ের ঘরে প্রেম ভালোবাসা
বড়ই যাতনাময়,
তোমার দু'চোখে চিরপুরাতন
দখিনা হাওয়াই বয়!
সন্ধ্যা কিংবা ওই রাত্রি নামুক
ভাবনা হোক অবোধ,
আজীবনভর তোমার এ ঋণ
হবেনা তো প্রিয় শোধ।
অনেকটা পথ হেঁটে এসেছি
একসাথে দুইজনে,
আরো বহুদূর হাঁটতেই হবে
সময়ের প্রয়োজনে।
ঐ পৃথিবী ঈশ্বর সাক্ষী থাকুক
বেঁচে থাক ভালোবাসা,
জীবনে মরণে এক তরীতেই
যেন হয় যাওয়া আসা।