কবিতাঃ- আমি উদগ্রীব
✍️ মনোজ ভৌমিক

তুমি যখন প্রচন্ড তেজস্বী হয়ে ওঠো...
আমি তখন সর্বস্ব হারিয়ে রিক্তা হয়ে যাই....
এটাই তো তোমার প্রতি আমার শ্রেষ্ঠ সমর্পণ।

আমার অধীর প্রতীক্ষা থাকে
এক অনির্বচনীয় উদ্যমতার...
উৎশৃঙ্খলাতার!
আমি নিজেকে হারিয়ে দিতে চাই....
চিরন্তন উন্মাদনা আর আসক্তি নিয়ে
নব সৃষ্টির অভিনবত্বে....

তুমি জেগে ওঠো মহা ভৈরব...
অপেক্ষা আজ তোমারই....
আমি সিঞ্চিত হতে চাই,
তোমার অমৃত সুধা পান করে
হয়ে উঠতে চাই অনুঢ়া থেকে উর্বরা।
ফিরে পেতে চাই আমার শ্রেষ্ঠ বৈভব....
আমি উদগ্রীব...
আমি তৃষ্ণার্ত....