কবিতাঃ- আমি
✍️ মনোজ ভৌমিক
জানিস অনিকেত, এ সময় এখন বড়ই দুর্বৃত্ত।
এখন তুই আর আমি,"আমরা" নই,আলাদা আলাদা বৃত্ত!
ওই যে বৃক্ষরাজী,ওরাও কেমন যেন শুষ্ক রুক্ষ!
আর ঐ কোমল মাটি,ওখানেও আজ অজস্র বিষ বৃক্ষ!!
সত্যি কথা বলতে কি জানিস, এ বিবর্তন বড়ই স্বার্থান্বেষী,
"আমরা" শব্দটাও আজ "আমি" হতেই ভালোবাসি।
এই যে ভয়ঙ্কর ট্রেন এক্সিডেন্ট শত শত মানুষের নিধন,
সংবাদে সমব্যথী হয়েও তুই আর আমি বলছি গন্তব্যে পৌঁছবো কখন!
এখন কেউই আর আগের মত 'আমরা' হতে চাই না...
আন্তরিকতা আর সাম্যের গান গাওয়ার সামর্থ রাখিনা!
আসল কথা এ মাটি আর বাতাসে ছড়িয়ে গেছে আমিত্বের বিষ!
একদিন এই আমিও ন্যানো হতে ন্যানো হয়ে যাবে দেখিস।
জানিস অনিকেত,এখন এই আমিও অনেক বদলে গেছি,
দুর্ঘটনায় রুমালে চোখ মুছে আমার আমিকে বাঁচিয়ে রাখছি।
সময়ের এই জৈষ্ঠকে তাকিয়ে দেখ অনিকেত,তপ্ত প্রদাহ!
বৈশাখও কালবোশাখী হরিয়ে সময়ের আমিত্বে হেয়!!
কেউ আর কাউকে বলে না, একবার দেখে যেও...
শুধু সময়ের বিচার করে সময়কেই দোষ দিও।