কবিতাঃ- আমার কবিতা
✍️ মনোজ ভৌমিক
আমার কবিতা একলা মনের ছবি,
প্রতিদিন আসে বলেনা আমায় কবি।
শুধু খেলা করে মনের ভিতর মন,
কি করে বোঝাই ভালোবাসি অনুক্ষণ।
যখনতখন সাজাই আপন হাতে,
তবুও কেন যে রাখে আমায় তফাতে!
সংশয় নিয়ে বেঁচে থাকা বড় দায়,
আমার কবিতা সময়ের গান গায়।
দেখেছি সেদিন হেঁটেছিল রাজপথে,
মিছিলে মিটিংয়ে বিপ্লবীদের সাথে!
শত যন্ত্রণায় হেঁটে গেছে অবিরত!
ভেঙেছে শাসন হয়নি ও পদানত!!
কবিতা আজকে হতাশাগ্রস্ত ভীষণ!
শব্দ ও ছন্দের নেই সে অনুশাসন!!
যেখানে সেখানে কমা আর পূর্ণচ্ছেদ!
অশ্লীলতায় নেই কারো যেন খেদ!!
ন্যায় নীতিকথা দেওয়াল ছাপছে খালি!
মানবতা নিয়ে খেলে যাই রক্ত হোলি!!
ধর্মের ধ্বজায় কবিতা আঁকছে কালি!
ভরছি ভান্ডার গায়ে দিয়ে নামাবলী!!
হারিয়ে ফেলেছে সেদিনের প্রতিশ্রুতি!
উন্নয়ন গর্ভে ঘুমিয়ে আছে প্রগতি!!
আমার কবিতা জাগবে আবার জেনো,
পুবের আকাশে রবির আলোকে চেনো।