কবিতাঃ- আমার অহংকার
✍️ মনোজ ভৌমিক
মানুষ তুমি,ধর্ম একটা
আমার অহংকার,
"সবকা মালিক এক হ্যায়"
এ ছিল যার পুকার।
অবাক চোখে তাকিয়ে দেখি
সদাই তোমার পানে,
মানুষ হয়েও বুঝিনি কেউ
ওই ভাবনার মানে!
তুমিই শ্রেষ্ঠ মানব পুরুষ
ওহে ভিখারী ঈশ্বর,
ধর্ম তোমার ঐ মানবতা
আজকে এখানে পর!
মানবহিতে যে ধর্ম নয়
সেই ধর্মের কী দাম?
সার কথাটা বুঝিয়েছেন
আমার ঐ সাঁইরাম।