# অক্ষয় হোক তৃতীয়া #
✍️ মনোজ ভৌমিক
রাম থেকে পরশুরাম
পালেন ধর্ম পিতৃসত্য,
একজন শ্রী ভগবান
অন্য মানব অমরত্ব!
পিতা স্বর্গ,পিতা ধর্ম
জননী জন্মভূমিশ্চ,
দুই দেবের মহানতা
স্থাপিত হোক পুনশ্চ।
প্রশ্ন শুধু রয়েই যায়
হারালো কেন মমত্ব?
পুরুষোত্তম উত্তম
বুঝেছেন কি নারীত্ব??
অক্ষয় হোক তৃতীয়া
এই পৃথিবীর বুকে,
তাৎপর্যপূর্ণ এই দিনে
সবাই থাকুক সুখে।