কবিতাঃ- আজো বলে তারে ছুঁই
✍️মনোজ ভৌমিক
কাননে গগনে শুনছি সকলে
কোকিলের কুহু তান,
এ বসন্ত দিনে হৃদয় অঙ্গনে
জেগে উঠে প্রেম গান।
পুলকিত মন সজীব কানন,
মুখরিত চারিধার,
মনের গহীনে,ফুলের বাগানে,
রঙের শত বাহার!
কোকিলের গানে, জেগে ওঠে প্রাণে,
ভালোবাসা শিহরণ,
স্মৃতির পাতায়, চুপি চুপি ভাসে,
প্রথম প্রেমের ক্ষণ।
দখিনা পবন, মন উচাটন,
উদাস শৈত্য হাওয়া,
তোমার চোখেতে, দেখেছি সেদিন,
সর্বনাশের চাওয়া।
বসন্তের দূত,গেয়েছিল গান,
শুনেছিনু শুধু দুই,
আবেগ মথিত,মধুময় প্রেম,
আজো বলে তারে ছুঁই !