কবিতাঃ- আজও আমি সেই রোদ খুঁজি
✍️ মনোজ ভৌমিক
আজকাল তোকে আর ছুঁতেও ইচ্ছে করে না...
তুই যখন আদিখ্যেতা করে আমায় স্পর্শ করতে আসিস,
তখন আমার গা পিত্তি পর্যন্ত জ্বলে উঠে।
জানি, ভালো লাগার কোনো সময় না থাকলেও
ভালোবাসার একটা সুখকর সময় থাকে।
সেদিন যখন আমি উন্মত্ত যৌবনা, উচ্ছলা,উন্মনা,
তুই তখন চুপিচুপি ব্যালকনি দিয়ে এসে...
ধীরে ধীরে আমায় ভালোলাগা থেকে
ভালোবাসার স্পর্শে শিহরিত করে তুলতিস!
আমি অনির্বচনীয় উন্মাদনায় বার বার
তোর ভাবনায় নিজকে সমর্পণ করতাম।
তোর চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস ফুটে উঠতো!
আমি পরিতৃপ্তির পরমানন্দে আঁখি মুদে নিতুম...
বারে বারে পরকীয়া আসক্ত হয়ে যেতুম!
আর আজ!
সময়ের বিড়ম্বনায় তোর বেআব্রু সাজ!
বড়ই নিষ্ঠুর তুই...
হীনমন্য,পৌরুষত্বের আগ্রাসী দাপট
বড্ড জ্বালায় আমায়।
ইচ্ছে হয় না এ সময়ে তোকে আর আপন করতে।
তুই আজ আর সেই দরদী শীত রোদ নয়...
অশীতিপর মৃত কুলীন ব্রাহ্মণের বহ্নিয়মান চিতা!
অতৃপ্তি আর আসক্তির আগুনে ছারখার করতে চাস
আমার জীবন্ত অবয়ব।
তাই আজও আমি সেই আন্তরিক রামমোহন রোদ খুঁজি....