কবিতাঃ- আজকের গল্প
✍️ মনোজ ভৌমিক
বলছে টিয়া,ও কাকাতুয়া,
কেমন আছিস বল?
কি আর বলি, বল না টিয়া,
ভাবনায় দেখি ছল!
শৃঙ্খলে বাঁধা আমরা দুজন
বন্দী বদ্ধ খাঁচায়,
বলনা রে ভাই, বলনা তুই,
কে আমাদের বাঁচায়?
বেশ তো ছিলাম জঙ্গল রাজে
প্রাসাদ প্রমাণ ঘর,
এখন আছি লোহার খাঁচায়
সবাই হয়েছে পর!
ওরা যারা বাসতো ভালো
জড়িয়ে ধরে গলা,
তারাও দেখি কটাক্ষ করে
গালিও দিচ্ছে ভোলা!
গণতন্ত্রের মাথা মুড়িয়ে
করেছি যে হীন কাজ,
খাঁচায় আছি, ভালোই আছি
নেই তো কোনো লাজ।
মুক্ত আকাশ নাইবা হলো
বসেই দাপট মাপি,
এটিই এখন শ্রেয় রে ভাই
মুখেতে কুলুপ চাপি।
স্বাধীনতার অর্থ খুঁজছে
মূর্খ আজ ওরা সব,
আমরা আছি ভুবন জুড়ে
ওরা সময়ের শব।