কবিতাঃ- আজ তোর শুভ জন্মদিন
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ০২-১২-২০২৩
আজ তোর শুভ জন্মদিন
ঈশ্বরে কর প্রণাম,
বলবো না তোরে,কুড়িয়ে নে
যশ খ্যাতি আর নাম।
বনবাস তোর শেষ হলো
প্রকাশ হওয়ার পালা,
ধীর স্থির ও প্রখরতায়
আগে এগোনোর বেলা।
জীবনটাকে বুঝতে শিখ
কৈশোর ছোঁয়া ও মন,
ভাবের ঘরে অভাব রেখে
শিক্ষায় ডুব এখন।
মনে রাখিস এই জীবনে
সম্পর্ক আপেক্ষিক,
অসফলতা ছুঁলে কদম
কটুক্তি পাবি অধিক।
প্রকৃত মনের মানুষ 'হ'
দ্বিধা দ্বন্দ্বকে যা ভুলে,
লক্ষ্যে দু'আঁখি রাখরে স্থির
শ্বাস নে রে প্রাণ খুলে।