কবিতাঃ- আজ নূতনে
✍️ মনোজ ভৌমিক
যদি তুমি সত্যি বন্ধু হও
আদর সোহাগ নিও,
মুঠোফোনটা উঠিয়ে তুমি
শুভ কামনা দিও।
শত্রু হলে সামনে এসো
জড়িয়ে ধোরো গলা,
একটু না হয় মুচকি হেসে
না বলা কথাটা বলা।
শত্রু,মিত্র নাইবা হলে
হয়ে যেও সমব্যথী,
অজানা কোনো বন্ধুর পথে
হয়ো সময়ের সাথী।
মান অভিমান ভুলতে হবে
ক্ষমা হোক মূলমন্ত্র,
বিভেদের ডোর ছিঁড়লে দেখো
পৃথিবীটা হবে শান্ত।
নতুন বছর নূতন হবে
বিষাদ যাবে দূরে,
বাঁধো সবারে নতুন করে
নূতন গানের সুরে।
এসো,বন্ধু-শত্রু মিলে সবে
এক প্রাণ হয়ে যাই,
মহামিলনের সেই গান
আজ নূতনে গাই।