কবিতাঃ- আগামী কঠিন বড়
✍️ মনোজ ভৌমিক
কুয়াশা ধোঁয়াশা ভরা
শীতের আকাশ!
নিজের মনেতে রাখ
অসীম বিশ্বাস।
অপেক্ষা প্রতীক্ষা নয়
সময়ের আশে!
আগামী কঠিন বড়
হিসেব নিকাশে!!
সংগ্রাম জীবনের
একটাই নাম,
পরিশ্রম খুঁজে দেয়
ঠিক পরিণাম।
সফলতা আসে যদি
সুখ্যাতি ভুবনে,
নইলে কে আর রাখে
কারে বলো মনে!
এই জীবনে সম্পর্ক
বড় আপেক্ষিক!
প্রত্যাশা না পুরলেই
কটুক্তি অধিক!!
প্রতিশ্রুতি নিয়ে আসে
শুভ জন্মদিন,
ঈশ্বরের আশীর্বাদ
থাক প্রতিদিন।
শুভ জন্মদিন বেটা