কবিতাঃ- অভয়ার চাই বিচার
✍️ মনোজ ভৌমিক
আর কত দিন ভাই এইভাবেই কাটবে!
নব্বইও ছুঁয়ে নিল,সেঞ্চুরিটাও পেরোবে!!
ই ডি আর সি বি আইয়ের চার্জসিটে চার্জসিট!
বিচারের প্রত্যাশায় আমরা সবাই ব্যাকসিট!!
এবার বুঝতে হবে এ দেশটা চালায় কে!
দুর্বৃত্ত আমলারাই সরকারের বড় ঠিকে!!
শাসক মুচকি হাসে..দ্যাখে বসে তামাশা!
ওদের শাস্তি হলেই ভোট কেনায় দুরাশা।
রাত দখল,দিন ঘেরাও,ধর্নাতেও দুর্ভোগ!
ন্যায়ালয়ে ন্যায় খোঁজা গরীবের ঘোড়া রোগ।
ন্যায়াধীশ মাপছেন খালি দাঁড়ি আর পাল্লা!
আইনের চোখ বাঁধা! খেও হে রসগোল্লা!!
তাবলে এমন নয়, বিচার তো আছে ভাই,
তোমার আমার মাঝে লড়াইটা লাগা চাই।
ওখানেই আইন থাকে, পুলিশ হয় তৎপর!
হাতকড়ি লাগিয়ে হাতে,জেলখানা হয় ঘর।
ওয়েট যদি হেবি হয় ওনারাও ভাববেন,
ওসি থেকে উকিলও জোর দিয়ে লড়বেন!
ভাবনাটা একপেশে হয়ে গেছে আমাদের,
রাজকীয় শাসনে হতাশা মাপি শের শের!!
বিপ্লবের মরণ নাই,অভয়া বোঝালো তাই,
মরে গেলে ক্ষতি নাই,সঠিক বিচার চাই।
এ লড়াই চলবেই, রয়েছে শপথ তোর,
কালো রাত কাটিয়েই আনবো নূতন ভোর।
প্রহসন চাইনা আর,চাইনা অজুহাত শুনতে,
নীরবে কাঁদলে বিচার,সময়কে হয় গুনতে।
তোমরা যারা চুপচাপ, জেগে ওঠো একবার,
প্রস্তর নাড়িয়ে বলো,অভয়ার চাই বিচার।