কবিতাঃ- আয় প্রতিকার নিয়ে
✍️ মনোজ ভৌমিক

করিনি ভজন,করিনি সাধন,
না  করেছি আরাধনা,
তাই বুঝি তুই অবোধ ছেলেরে
করিস সদা বঞ্চনা।

বাইরেটা শুধু দেখলি রে তুই
দেখলি না এ অন্তর!
কতনা যতনে হৃদয় মাঝারে
রেখেছি শ্রীমুখ তোর।

লোকে বলে নাকি তুই অন্তর্যামী
সত্যি যদি তাই হয়,
তাহলে কেন রে বুঝিস না তুই
একাকী মনের ক্ষয়!

বুঝিরে বুঝি মা,সময়ের খেলা,
দেখতে ভালোবাসিস,
উপঢৌকনেই খুশি হোস তুই
ওদেরেই দিস আশীষ।

অবহেলা আর লাঞ্ছনা নিয়েই
বেঁচে আছি প্রতিদিন,
প্রতারণা করে বেঁচে আছে যারা
তারাই বাজায় বীণ!

দুঃখ যাতনা করছি হজম
মুখপানে তোর চেয়ে,
সত্যি যদি তুই দীনের দরদী
আয় প্রতিকার নিয়ে।