কবিতাঃ- আয় না রে তুই
✍️ মনোজ ভৌমিক

আমার শহরে ভীষণ আঁধি
তুফান উঠেছে ভারী,
বৃষ্টি হয়ে আসবি কি তুই
অপেক্ষা রয়েছে তোরি।

অনেক তৃষ্ণা বুকের মাঝে
বোঝাই কেমনে তোরে!
শহর বোঝেনা, তুইও না!
বোঝাই বল না কারে!!

হৃদয় জ্বলছে,পুড়ছে দেহ,
মন খোঁজে না তো কেহ!
তোর মত কি ওমনিতর
কেউ সুস্বাদু,সুপেয়ো!!

সৃষ্টি ছাড়া ওই দৃষ্টি নিয়ে
কেন দূরে আছিস সরে!
কত জন্মের অভিমান তুই
রাখবি ও বুকে ভরে!!

আয় না রে তুই,আঁধি হয়ে
ঘোর না শহরময়,
নতুন প্রেমের গল্প নিয়ে
হোক না পরিচয়।