কবিতাঃ - আয় বৃষ্টি আয়
✍️ মনোজ ভৌমিক
ইলিশগুঁড়ি হারিয়ে যাক
মন কেমনের ভীড়ে,
শ্রাবণী মেঘে খুঁজছি তোরে
আজকেও বারে বারে।
সবুজ দ্বীপের রাজা হবো
বলনা কেমন করে?
তিন কন্যার গল্প এখন
শুকনো নদীর তীরে!
টাপুর টুপুর বাজা নূপুর
হৃদয়ে আসুক বন্যা,
মনের দু'কূল যাক ছাপিয়ে
তুই হয়ে যা অনন্যা।
পাগল পরাণ বড় ব্যাকুল
পরশ যে চায় তোর,
বাজলে নূপুর ঝুমুর ঝুমুর
এ মন হবে বিভোর।