এই চাঁদটি আনতে পারে
শিশুর মুখে হাসি,
মাতবে সবে অরুন তরুণ
গ্রাম-বাংলার চাষী।
সবার মুখে একই কথা
চাঁদ উঠেছে চাঁদ,
বছর শেষে এবার বুঝি
মিটবে মনের সাধ।
ঈদ ঈদ এসেছে কেড়ে নিতে
গরীব এর দুঃখটা,
সব ঘরেতে এনে দিতে
হাসি আর সুখটা।
সব রেষারেষ ভুলে এবার
হাত রাখো হাতে,
প্রানটা খুলে গল্প করো
মন ভরবে তাতে।