যৌব্ন মানে প্রথ্মত কুড়ি ব্ছর ব্য়স,
যৌব্ন মানে তিমির অন্ধকারের পথ।
যৌব্ন মানে খোলা আকাশে মেঘের ভেলা,
যৌব্ন মানে সব ছেড়ে একা পথ চ্লা।
যৌব্ন মানে বাতাসের সাথে তুমুল যুদ্ধ,
যৌব্ন মানে আলেয়ার ওপর ক্রুদ্ধ।
যৌব্ন মানে নদীর বুকে সাগরের ঢ্ল,
যৌব্ন মানে হাতে তালি বুকে বল।
যৌব্ন মানে ঝড়ের সাথে বাস করা,
যৌব্ন মানে খালি হাতে হাতি ধরা।
যৌব্ন মানে আগুনের বুকে গড়াগড়ি,
যৌব্ন মানে ঝ্ঞ্জার সাথে লড়ালড়ি।