তোমার জ্ন্য ছেড়েছি ঘর
ছেড়েছি আমার সুন্দর বর
আসলেনা তুমি এখনো হেথা
কেমনে হতে পারলে পর।
ওরে নিশ্ঠুর খোকা !
এখ্ন আমি যাবো কোথা?
চোখে অন্ধকার দেখি
চারিদিকে বালুচর।
জলের ঢেউয়ে ধুইলো আলতা
ফুলিয়ে আছি দিনভর গালটা,
তবুও বসে আছি
যদি তুমি হও তত্পর।
বুঝ্লাম আজ পরকীয়া মিছা
থাকেনা কোন দিশা,
কী আর করার ছিল?
প্রবাসে যে ছিল বর।