এতোটুকু শান্তি পেতে বহু পথ ঘুরেছি আমি!
গণভবন থেকে হোয়াইট হাউস
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
ব্রক্ষপুত্র থেকে প্রশান্ত মহাসাগর পেরিয়ে-
আরো, আরো বহুদূর!
জাতিসংঘের দুয়ারে আমার ছিলো করুণ আর্তনাদ
গনতন্ত্রের মন্ত্র জঁপে একটাই ছিলো নিমগ্ন প্রার্থনা
আমাকে শান্তি দাও-শান্তি দাও,
বাদ যায়নি স্বৈরতন্ত্র-সমাজতন্ত্র-ধর্মতন্ত্রও;
অথচ কোথাও কোনো শান্তি নেই।
একবিংশ শতাব্দীর প্রথম যুগ শেষে
শান্তি নেই রাজনীতিতে-শান্তি নেই অর্থনীতিতে;
শান্তি পাইনি নারীতে-শান্তি পাইনি নিকোটিনে;
যতটুকু'ই পেয়েছি, তা কেবল-মা ও কবিতাতে।।
সন্ধ্যা
২৭.০৮.১৪