তোমাদের ঐ বহুমাত্রিক প্রতিযোগিতার বাজারে
কবেই'তো গুটিয়ে নিয়েছি নিজেকে
হাতের মুঠোয় জীবনকে বন্দী করে
সঁপে দিয়েছি বহুরূপী সময়ের হাতে।
আর সময়, যেমন ইচ্ছে খেলছে আমায় নিয়ে
আমি কিচ্ছু বলিনি। একবার এসে যদি দেখতে-
তবে বুঝতে, কি শরবিদ্ধ অভিমান বুকে নিয়ে;
এখন আমি বেঁচে আছি।
বুকের ভাষাটুকু বাতাসে ভাসিয়ে দিয়ে
তোমরা যখন আদিম সুখে কেঁপে উঠো
পুরনো বাক্সে জমানো চিঠির স্তূপে
আমি তখন নিজের হৃদয়কে মেলে ধরি।
দামী পণ্য হতে গিয়ে তোমরা যখন গায়ে রঙচঙ মাখো
আমি তখন, শব্দের সাথে শব্দের সুর-তাল-লয় কাটাবার
ব্যর্থ চেষ্টায় মেতে উঠি। একবার এসে যদি দেখতে-
তবে বুঝতে, কি শরবিদ্ধ অভিমান বুকে নিয়ে;
এখন কাটে আমার দিনরাত্রি।
২২.০৮.১৪