ছোটবেলায় ভীড় ঠেলে এক আগন্তুক এসে জিজ্ঞেস করেছিলো,
'হে বালক, বড় হয়ে কী হতে চাও তুমি?
ডাক্তার-ইঞ্জিনিয়ার, নায়ক-গায়ক নাকি অন্যকিছু?'
প্রত্যুত্তরে বলেছিলাম, কেবলি মানুষ হতে চাই আমি।
তারপর মানুষ হওয়ার পথে অনেক ঘুরেছি
সময়-অসময়ে মানুষের বহুরূপ দেখেছি!
আজকাল মানুষের সংজ্ঞা নিরূপণে আমি দ্বিধা-দ্বন্ধে ভুগি;
মানুষ হয়ে উঠাই এখন আমার কাছে সবচাইতে কঠিনতম কাজ।