বাংলার আকাশ আজ প্রকম্পিত
কাঁদছে নির্যাতিত নারী।
ধর্ষিতা হয়ে শিশু কিশোরী
করছে আহাজারী।
নরপশুরা হুংকার ছুড়ে
অনাচারে মাতে।
প্রাণ হারাচ্ছে অকালে অনেকে
ওই নরপশুদের হাতে।
আমাদের এই স্বাধীন দেশে
নেই নারীর স্বাধীনতা।
অবহেলিত আজও নারী সমাজ
শৃঙ্খল গলে পরাধীনতা।
এর প্রতিবাদে সকলকে
হতে হবে সোচ্চার।
তাহলেই নারী সমাজ
হতে পারবে তা হতে উদ্ধার।