স্বাধীন বাংলাদেশ
শান্তির ছায়ায় ঘেরা আমার
রূপসী বাংলাদেশ।

কবিতা কমলে রবি তুমি
স্বাধীন বাংলার গাঁয়।
তোমার ছোঁয়ায় ওগো আমি
মরেও শান্তি পায়।

স্বাধীন বাংলাদেশ
কবি সাহিত্যিকের দেশ আমার
প্রাণের বাংলাদেশ।