এই দেখ!
মনে রেখ
কী তার নাম?
রোজ ভোরে
বেশ জোরে
শুরু করে কাম।
এতো কাজে
মাঝে মাঝে
ভাত নাহি জুটে
কাঁদা গায়ে
হাতে পায়ে
নাহি তবু লুটে।
নামি নামি
কোন দামি
বেশভূষা নাই
গা জোরা
রোদে পোড়া
নিয়েছে যে ঠাঁই।
ক্ষুধা পেলে
নাহি মিলে
দুই মুঠো ভাত
যেত পুষি
মন খুশি
পার হতো রাত।
এই ভাবে
চলে যাবে
শ্রমীকের দিন
নিজে খাটে
মাঠে মাঠে
সুধিবে কে ঋণ?
কবু নাহি
কিছু চাহি
কত বড় মন
দিয়ে যায়
নাহি চায়
অবারিত ধন।
ওরা আছে
কাছে কাছে
তোমা আমা মাঝ
দেই মান
সম্মান
স্মরি তাঁরে আজ।