এই ধরা
কার গড়া?
তিনি একা রব।
চোখ মেলে
যাহা পেলে
তাঁর হাতে সব।

জল মাঝে
ভাঁজে ভাঁজে
ভূমি নেয় রূপ,
বিমোহিত
পরাভূত
গবেষক চুপ।

দেশে দেশে
একি বেশে!
নানা রূপ গাছ,
পদে পদে
জনপদে
দিয়েছ তা সাজ।

ফুল ফল
আর জল
কী যে অনুপম,
বেঁচে উঠে
এক জোটে
কত শত দম।

ধরা দেখে
মম চোখে
বলি তুমি রব!
অপরূপে
শতরূপে
গড়েছ আজব।

দফ দফে
দিল ম্যাপে
তুমি দিলে প্রাণ,
নামে দামে
কাজে কামে
দিলে সম্মান ।

গবেষণা
দেখাশুনা
করি যদি, বেস!
চিনে নিব
তোমা পাব
তুমি নিঃশেষ ।

তুমি রব
তুমি সব
আমি হীন জীব
নাহি চাই
তবু পাই
করেছ সজীব।