ওহে প্রেমময় দয়ার সাগর,
রাহিম ও রহমান
সব গুণগান তোমার তরে,
শুন হে মেহেরবান।
সৃজিয়া জগত কত জনপথ,
হিতে মানবের লাগি
যুগে যুগে লাখ প্রতিনিধি ধামে,
শিখিয়েছে হতে ত্যাগী।
পাপে এ সমাজ ভরে গেছে সব,
রীতি করে চারিধার
পারেনা দুনিয়া বহিতে তাহারে,
এ বোঝা পাপের ভার।
শক্তি যাহার সকলি তাহার,
দেশ জাতি একাকার
বিত্ত লবিতে চিত্ত ভরিতে,
খুঁজে না ক্ষমতা কার!
বিশ্ব শাসন করে যারা আজ,
নেই টিকে কেউ ধামে
কারুনের ধন; বখতে নসর,
নম্রুদ ও নাই নামে।
প্লাবন ঝর ভূমি ধসাইয়া,
কখনো বা মহামারি
দিয়েছ শিক্ষা সতর্ক হতে,
শোধরাতে তারাতারি।
আজিকে এ ধামে ভুবন জুড়িয়া,
ত্রাহি ত্রাহি জনরব
শত আধুনিক অত্যাধুনিক,
ব্যর্থ হয়েছে সব।
ধর্ম বর্ণ গোত্রে বাঁধেনি,
এ শাপে পেয়েছে সবে
জানেনা কেউ এর উপশম,
মুক্তি পাইবে কবে!
কোন মেডিসিন কোন বা হেকিম,
পায়না ইহার কূল
খোদা তা'লা চায় বান্দা তাহার,
হয়ে যাক নির্ভুল।
বুজতে তোমার অপার লীলা,
শক্তি দাও হে প্রভু
ফিরে আসি যেন সঠিক পথে,
ভুলিনি তোমারে কভু।