শত নও তুমি সহস্র নও,
জন্মেছ তারও আগে
আজি এই ধামে কতো আয়োজন,
দেখবার সাধ জাগে।
দেশে দেশে দেখো বর্ণিল শোভা,
স্বাগত এমন দিনে
তোমাকে স্মরিছে বিশ্ব ব্যাপিয়া,
আমাকে নিয়েছে চিনে।
তুমি হবে, হয়েছিলে এই,
দেশ জননীর মিতা
সোহরাওয়ার্দী, হক ভাসানী,
হয়নি জাতির পিতা।
এ ছিলো তোমার জনতার প্রেম,
বাবা-মার ভালোবাসা
জাত হারা কুল, জাতি হারাদের,
বাঁচালে তাদের আশা।
সংসার ছাড়া জেলের দেয়ালে,
দিন-রাত ছিলে একা
ছেলে মেয়ে সব প্রহর গুনিত,
কবে পাবে তব দেখা।
মায়ের বুলিতে স্বাধীন দেশেতে,
উঁচু করি মম শির
দু’ধারে বঙ্গে, কষ্টিপাথরে,
তুমি হলে সেরা বীর।
আদর্শ তবে রেখে গেছ ভবে,
আমরা কভুনা ভুলি
যেন; তোমার সেনারা একই পথেতে,
সম দর্শনে চলি।
তপ্ত হৃদয় উজাড় করিয়া,
বলি শুভ এই দিন
বুকে জড়াইয়া ক্ষমা চাই পিতা,
শুধিতে পারিনি ঋণ।
(১৬/০৩/২০২০)