যদি পেতাম
ফিরে যেতাম
হারানো সেই দিনে
খুশিতে মন
উড়ে কেতন
আমা নিতাম চিনে।
খেলার সাথী
পাড়ার গ্যাঁতি
মনে পড়ছে খুব
খালে যাওয়া
ডিঙ্গী বাওয়া
দিঘির জলে ডুব।
নদীর ধারে
বালুর চরে
আঁকছি স্বপ্ন ছবি
সে কলরব
সে স্মৃতি সব
আজ ও ভাবে কবি।
নাটাই ঘুড়ি
টেঁকের মুড়ি
যেতাম পূর্ব বিলে
দুপুর হলে
ফিরছি দলে
বন্ধুরা সব মিলে।
নদীর পানি
বাড়বে জানি
পাতছি বিলে চাই
ভেলায় চড়ে
তুমুল ঝড়ে
সাহস খুঁজে পাই।
বাবার সাথে
রশিও হাতে
বাছুর লয়ে মাঠে
চক সিলেটে
শিখছি খেটে
যুক্ত হতাম পাঠে।
পাড়ায় মিলে
যাহারা ছিলে
তৈরি করেছি বল
যেথায় বাজি
আমরা রাজি
খেলা জেতার দল।
সাঁকোর থেকে
গাছেও ঝেঁকে
খাল পুকুরে ঝাপ
স্রোতের টানে
নদীর পানে
ফের ছুটি দে লাফ।