ওমা দেখ ছাগলটা কেন্
ম্যা ম্যা বলে ডাকে,
গাছের ডালে আবার কেন
কাকা ডাকে কাকে?
মিউ করে ছোট্ট স্বরে
বিড়াল এসে বসে,
বাকবাকুম পায়রা আবার
উঠান আমার চষে।
গোয়াল ঘরে গরুটা কেন্
হাম্বা হাম্বা করে,
কুক্কুট করে মোরগ কেন
ডাকছে পাশের ঘরে?
ঘেউ ঘেউয়ে কুকুরগুলো
মাতায় চারিধারে,
দোয়েল গাহে নানান সুরে
মনটা আমার কারে।
বৃষ্টি এলে উঠান জুড়ে
হাস ডাকে প্যাঁক প্যাঁক,
চিড়িক চিড়িক শালিক ডাকে
ওমা এসে দেখ।
চড়ুই ডাকে কিচিরমিচির
ঐযে টিনের চালে,
ঘু ঘু স্বরে দিবস ব্যাপি
ঘুঘু ডাকে ডালে।
টোনাটুনি বাসা বাঁধে
টুনটুনাটুন সুরে,
বুলবুলিরা ফল পাকা খায়
শিষ গিয়ে দেয় দূরে।
তোমার সাথে বললে কথা
টিকটিকি বলে ঠিক,
ঘ্যাঙর ঘ্যাঙ বর্ষাকালে
ব্যাঙ ডাকে চারিদিক।
এসব ডাকের কী মানে হয়
বলবে আমায় খুলে ?
খোকার জবাব দেরি বলে
গাল রয়েছে ফুলে।
আমি বলি তুমি খোকা
বুঝবে কী এর মানে?
ত্রিশ বছর পার করেছি
অর্থ কে এর জানে ?
বলতে পারি সব প্রাণীরই
ভাব প্রকাশের তরে,
একেক সুরে একেক স্বরে
একেক আওয়াজ করে।