ও জেলে ভাই !
তোমায় শুধাই,
কোথায় তোমার গাঁও?
এ পথ ধরে
সকাল করে
কোথায় তুমি যাও?
কোন নদীতে
মাছ ধরিতে
নৌকা তুমি বাও,
ফিরবে কখন ?
বাজবে তখন,
সময় বলে যাও!
মাঝির হাটে
পূর্ব বাটে
খাল গিয়েছে ডানে
গুচ্ছ গায়ে
একটু বাঁয়ে
ঘর নিয়েছে বানে।
নদীর বাঁকে
বনের ফাঁকে
ঐ যে খালের ধারে
ভোরে তে যাই
নৌকা চালাই
মাছ ধরি তার পাড়ে।
দুপুর হলে
যখন জলে
ভাটায় দেয় সে টান
সেইসে বেলা
করি মেলা
গলায় ধরি গান।
তোমার জালে
নদীর খালে
কী মাছ তুমি ধরো?
দিনের শেষে
সন্ধ্যে এসে
মাছ দিয়ে কী করো?
আমার জালে
কবুও ভালে
বড়-ছোট মাছ পড়ে
আড়তে দেই
নিজেও নেই
সমান সমান করে।
জো আসিলে
চাঁদ হাসিলে
মিলে বোয়াল রুই
জাল বিনে ও
চাঁই কিনেও
ধরি চিংড়ি কই।