দৃষ্টি যাদের আকাশ সমান
তারাই শুধু বুঝে
ধরার মাঝে অরূপ রতন
দিবানিশি খুঁজে।
এরূপ রূপের মাঝে বলি
কারুকার্য কই?
অবাক হয়ে রই তাকিয়ে
মনোমুগ্ধ হই।
খোদা গড়েন হাজার এ চর
সাজে নদীর কাতে
দিন পেরিয়ে রাত এসে যায়
মন ভরে না তাতে।
বক্ষে তাহার নৌকা চালায়
যাত্রী করে পার
ক্লান্ত মাঝি বৈঠা ধরেন
মুগ্ধ হাসি তার ।
কৃষক চারা মাথায় লয়ে
মাঠের পানে যায়
মনের সুখে আপন হাতে
স্বপ্নকে সাজায়।
সর্পবাঁকা খালগুলো বেশ
পানি লয়ে কাঁধে
মাঠের টানে এদিক ওদিক
সোনা ফসল বাঁধে।
শিশু কিশোর মনের সুখে
টেংরা পুঁটি ধরে
হাঁসগুলো সব অন্ন খুঁজে
ফিরে আপন ঘরে।