দুষ্ট খোকা
এম জহির

খোকা খাবে মজা পাবে
মিষ্টি মধুর আম,
আপু দেখে বসছে বেঁকে
খোকা বলে থাম ।

আপু নিবে তুমি দিবে?
ছোট্ট একটি তাকে,
শক্ত করে রইছে ধরে
কাঁদছে ধরে মাকে।

হা করে রয় তয় কিরে সয়
গাপুস গুপুস খায়,
আপু কাঁদে পরছে ফাঁদে
আম কি সে আর পায়।

খেতে মজা শরীর তাজা
খোকার দেহ মন,
ছুটলে সবে প্রথম হবে
বাঁধছে খোকা পণ।

বাবা খাবে মামা চাবে
মাকে একটু দিবে?
খেয়ে শেষে বলে হেসে
একটু আছে নিবে?

গাড়ি করে লঞ্চে চড়ে
আম এসেছে ঘরে,
দাদাকে দাও দাদুকে দাও
খোকা বলছে পরে!

নানা দেখে বলছে হেঁকে
আমায় একটু দাও,
খেয়ে পুরো বলছে শুরু
আটি আছে নাও!