আমার দেশে
গ্রাম ঘেঁষে
রূপালি নদীর খেলা,
সকাল বেলায়
পানির ভেলায়
শাপলা ফুলের মেলা।
ভোরের হাওয়ায়
দোয়েল শোনায়
মিষ্টি মধুর সুর,
আহ! কী দারুণ
কত নিদারুণ
ঘুম করে দেয় দূর।
সন্ধ্যা এলে
জোনাকি মেলে
তাহার আলোক আঁখি,
বনের ধারে
পুকুর পাড়ে
জ্বলে,তারার আলো মাখি।
ডোবা নালাতে
দিন কি রাতে
আষাঢ়ে ব্যাঙের মুখে,
বৃষ্টি আসিবে
সব ভাসিবে
তাই ডাকে সব সুখে।