বন্ধু, বলে ডেকেছ আমায়
মুখ ফিরিয়ে পারি!
বিড়াল কুকুর সমাজকে, বলো?
দিবে না কোনো ঝাড়ি?

মহান,তুমি মানবজাতি
অভুক্তকে করেছ দান।
কথা দিলাম বাঁচাব তোমায়
যতদিন থাকে প্রাণ।

সহজ সরল বোবা প্রাণী
প্রভুভক্তেই আসক্ত,
অকৃতজ্ঞ মানবজাতি
খাদ্যকে করেছে বিষাক্ত।

মৃত্যুর কোলে ঢলে পড়া,কুকুরের
চোখ গড়িয়ে জল,
শত অভিমান মুখ বুঝে
চোখ দুটো ছ্লছ্ল।

বিশ্বাস করো মানবজাতি
ছিলেম না ক্ষ্তির কারণ,
বিষ প্রয়োগ না করলেও
পারতে, করতে যদি বারণ।

শরত্চন্দ্র হারিয়ে গেছে
বঙ্কিমটাও শোশানে ঘুম,
মানবতা আজ বেচে থাকলে
চিরতরে হতাম না গুম।

ধন্যবাদ। তোমায় মানবজাতি
এ ছিল তোমার মনে!
বিষপ্রয়োগের প্রয়োজন ছিল না
বিদায় সঙ্গোপনে।