স্তব্ধ জাতি, লাশের মিছিল
ছাড়িয়েছে বহু পাপ।
বইছে মনে রক্তগঙ্গা
বাড়ছে রক্ত চাপ।

অন্ধ জাতি, মৃত্যুপুরী
দীর্ঘশ্বাসে জীবন।
প্রতিক্ষণে মৃত্যু সঙ্গী
আতঃকই আপন।

চারদিকে তে বোমার আগুন
সুশীল সমাজ চুপ,
নিস্তব্ধ নিঠুর জাতির
অসামাজিক রুপ।

বধির জাতি,উন্মাদনায়
শিশুহ্ত্যায় লিপ্ত,
অতৃপ্ত আত্মা যেন
রক্তপানেই তৃপ্ত।

নোনা জলে শেষ নিশ্বাস
হারিয়ে,অমূল রত্ন,
আমার প্রিয় গাজাবাসীর
অলিভ ছায়ায় স্বপ্ন।