জানেন-
এক মহীমান্ব্তি মাস এসেছে
যখন সব পাখিরা ব্যস্ত নীড়ে ফেরার আশায়।
ইফতার নিয়ে আয়োজন।
জাত ভেদাভেদ ওত বুঝি না
সকলে আমাদের আপনজন।
বাতাসে তখন ও প্রশান্তি বহমান
এ বাতাস যেন কেবলই ভারমুক্তের আহ্বান।
উঠে যাচ্ছেন কেন শুনুন--
এ অজানা শহরের ঠিক শেষ গলিতে
একটা দরজা আছে
যেখানে মায়াবী চাঁদ দেখা যায়।
সেও অভিমান সব ভুলে গিয়ে
সাবেকি আন্দাজে বাঁকা হয়ে বসে থাকে।হায়!
ঠিক তার পাশে একটি জানালা আছে
যেখানে নীরব দানের আশায়
চাঁদের বুড়ি বসে থাকে
অদ্ভুত মায়াবী তার চোখের চাহনী।
একটু হাঁটলে দেখবেন
ঘাস দোলান মাঠে
তারাবিতে বসে শত তারার মেলা।
শুধু এই মাসে তেই ---
এতো শান্তি, একটুখানি লাজুকতা,
সংযমই যেন প্রজ্ঞাপন।
ক্লান্ত পথিক বিদ্ধস্ত প্রাণদের
রবের সাথে হয় আলাপন।
বাতাসে তখনও প্রশান্তি বহমান
লতানো জুঁইয়ের গন্ধে মাতোয়ারা এই শহর,
অদ্ভুত্ভাবে ভোররাতে
এই পাড়ার সব বাড়িতে
রবকে স্মরণ এ কাটে এ প্রহর।
শেষ হয়ে যাক সব গরিমা
সুমিষ্ট হোক প্রবচন
দিন শেষে গন্তব্য সবারই একি
হয়তো এটাই শেষ আয়োজন।