স্বাধীনতা বলে চিৎকার করি
স্বাধীন জাতি তো নয়,
কষ্টে-পীড়নে বেচে আছি মোরা
বিজয় তবে কি এরই কয়?
রাজার আসনে প্রজার শাসন
সবেতে হরির লুট,
আমরা গরীব,দুঃখী মানুষ
পাই না কিছুতে ছুট।
বিজয় বলে চিৎকার করি
বিজয়ী জাতি তো নয়,
পরাধীনতায় বিশ্বাসী মোরা
বিজয়ী নাকি মোদের কয়
'না'-তে নারী,'না' তে না
বন্দি পাখির জীবন
উড়তে দিলে ছাপিয়ে যাবে
ভিতেই করি শাসন।
স্বাধীনতা বলে চিৎকার করি
স্বাধীন জাতি তো নয়,
চাকুরী পেতে ঘুষ দিতে হয়
বিজয়ী নাকি মোদের কয়।।