ইদানীং আহ্লাদগুলো হারিয়ে যায়
না পাওয়াদের দলে,
হারায় সে গোপনে
ভেজা বালিশের অতলে।
রঙ্গিন স্বপ্ন ঝাপসা হয়
সাদা অপটিক গ্লাসে,
তোমার কথা আর ভাবা হয় না
ঘুম পাড়ানো ক্লাসে।
শোনা হয় না প্রণয় হাসি
দেখা হয় না প্রেম,
খেলতে যেন ভুলেই গেছি
প্রেম পাজেলের গেম।
আহ্লাদগুলো হারিয়ে যায়
না পাওয়াদের দলে,
থামে না এখনো অবুঝ কান্না
মনের অন্তরালে।।