দিগন্ত ছোয়া গোধূলির
জলকেলি স্নান,
রংধনুর রঙ খেলা
মেঘমল্লার ম্লান।
বর্ষাস্নাত মনে আজ
বৃষ্টিই আবেগ,
প্রয়াত সেই স্বরগুলো
আজ হতবেগ।
সম্মোহনী স্বরলিপির
স্বগীয় সে সুর,
জলপরী প্রিয়শী আজ
দূর বহুদূর।
শুঁয়োপোকার প্রজাপতির
বর্ণালী ডানা,
সাতরঙা ময়ূরীর আজ
মেখম মেলা মানা।
রক্তঝরা কৃষ্ণচূড়া
রক্ত গায়ে মাখে,
নীলপরী নীলাঞ্জনা
মনের ছবি আঁকে।