অবরুদ্ধ নিষ্পেষিত শ্বাস-প্রশ্বাস লড়াই
ক্ষণস্থায়ী জীবনদশায় ক্ষয়িষ্ণু সব বড়াই।
করুণ সুরের,করুণ বাঁশি মৃত্যু আলিঙ্গন
করোনা নামের মৃত্যুপুরীতে আমার বৃন্দাবন।
সংক্রামকের সংক্রমণে সংক্রমিত জাতি
চোখের জলের তোড়েই যেন বাড়ন্ত তার গতি।
শুভ্রতার ছদ্মবেশে ত্যাগী যুদ্ধযাত্রী
মৃতের সাথে মৃত্যুযাপন স্পর্শকাতর রাত্রী।