চোখ যেন তার পদ্ম বিলাস
অঙ্ক শেখায় আমায়,
কাব্যিক তার ছন্দপতন
অলীক স্বপ্ন দেখায়।
চোখ যেন তার অবাক রাশি
মুচকি হাসিতে সুর,
পরলোকে অন্তেষ্টিক্রিয়ায়
অতীত-হাঁটছে বহুদূর।
স্রোত হারানো চোখের হাসির
এক অসাংবিধানিক তর্ক,
ফিজিক্সের ভুল সূত্রে,
বেনাম চিঠির মর্গ।
চোখ তুমি কি স্বপ্ন দেখো?
জাগ্রত হলেই গুম?
তাই তো,বাস্তবতার দিবালোকে
স্মৃতিরা হলো খুন।