মরুদ্যানের মরু গোলাপ তুমি
বেদুইন কোনো বৃষ্টি,
দিশেহারা পথিক দিগবেদিক
হারিয়েছে তার দৃষ্টি।
রহ্স্যময়ী কালো গোলাপ তুমি
অদৃশ্যের আড়ালে ঘুমন্ত,
কেড়ে নিয়ে রাতের ঘুম
হয়েছ তারায় জ্বলন্ত।
জান্নাতের হুর তুমি
এখনো কেন চুপ?
নামিয়ে চোখ,মিষ্টি হেসো_
ব্যতিরেক_অগ্নিরুপ।
প্রত্যুত্তর এ মানবী______
মরুভূমির মরীচিকা তুমি
ব্যস্ত, শতপরীদের আসরে।
মানবীও মোনাজাতে চাইছে প্রিয়__
দেখা যেন না হয়_হাশরে।