বায়ু সাগরের প্রাঙ্গণে
বিষাক্ত তার স্পন্দনে,

অতলে ডুবুরি অম্ল জানে
ধুলো মাখা কোনো আলিঙ্গনে।

মৃত আমাজন বিষ পানে
পুড়িয়ে মারছি সজ্ঞানে।

প্রজন্ম অভিশপ্ত মৃত্যু যানে
প্রাণী ধুঁকছে প্রকৃতি টানে।

অম্ল বৃষ্টি,লাশের গানে
গলিত হিম,ক্রন্দনে।

সিলেটের কান্না প্লাবনে
ডুবে মরছি ইথেনে।

তবুও ছুটছি অর্থের পিছনে
কারণ??
মরছি,মরব তা সবাই জানে।