পৃথিবী বিষাক্ত হয়ে গেছে
আকাশে মেঘের বদলে মিথেন উড়ছে
হৃদয়ে বাস করছে ক্যান্সার

পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা
ছড়িয়ে পড়ছে বাতাসে
চারিদিকে শুধু হাহাকার!

এই ধ্বংস যজ্ঞের অসময়ে
শুধুমাত্র আমি আর —
জেরুজালেমের ওই অসহায়
গোলাপ ফুলটাই নিষ্পাপ ছিলাম

ফুল টা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে; আর আমি —

আমি সেদিনই মরে গেছি,
যেদিন জোনাকিরা
দল বেঁধে আত্মহত্যা করেছিল

আমি সেদিনই মরে গেছি,
যেদিন মনুষ্যত্বকে
কাগজে মুড়িয়ে হত্যা করা হয়েছিল

আমার কোনো অস্তিত্ব নাই, কোনো সত্তা নাই
আর একটা অসত্তাকে নিয়ে ভাববার মতো সময় কারোরই নাই


২৮ ফেব্রুয়ারি, ২০২২