শীতল বাতাস বইছে ঘন কুয়াশায়
সারি সারি সবুজ পাতার রঙ্গে।
অতিথি পাখি তে আজ
ছেয়ে গেছে মাঠ ঘাট
ঘুম ভাঙ্গে ভোরের কুয়াশায়
কিংবা রঙ্গে বে রঙ্গের
পাখিদের কিচিরমিচির শব্দে।
কৌতূহলী হয়ে বসে রইলাম
সোনালি ধানের পাকা ঘ্রাণে।
কৃষাণ চলেছে ধান কাটিতে
পিঠা পুলি তে অতিথি পরায়ণ চলে।
কেউ চলেছে চাদর গায়ে
কেউবা আবার মশাল ধরিয়ে।
প্রভাত বেলার রোদে বসে
অলস তায় দিন যে কাটে।
দলে দলে টিয়া ময়না
নামিতেছে যেন সোনালি ফসলে।
জেলেরা জাল ফেলিয়া
বসিয়া আছে খোকা হাতে।
মসজিদ গড়ে বাচ্চা গুলো
চলেছে শীতের সকালে।।