বালিকা! আমাকে ভালবাসতে হবে না।
চাঁদের আলোয় জাগতে হবে না।
তন্দ্রা চোখে চিঠি লিখতে হবে না।
সুধু অনুভব করে নিয়ো!
কাশফুলের আড়ালে খুঁজতে হবে না।
লাজুক পর্দার আড়ালে হাসতে হবে না।
চুপিসারে ডাকতে হবে না।
সুধু ভালবাসার গন্ধ নিয়ো!
নদীর পাড়ে বসতে হবে না।
নৌকো নিয়ে ঘুরতে হবে না।
শাপলা ফুলে মন বাধতে হবে না।
সুধু ভালবাসা টুকু বুঝে নিয়ো!
আমার জন্য কাঁদতে হবে না।
খেপাতে ফুল বাধতে হবে না।
রুটিন মেনে চলতে হবে না।
সুধু একটু বুঝে নিয়ো!
নীল শাড়ি পড়তে হবে না।
সময়- অসময়ে দেখা করতে হবে না।
নিশি রাতে কথা বলতে হবে না।
সুধু ভালবাস মনে রেখো!
গোলাপ কিনে আনতে হবে না।
রাঙা পায়ে চলতে হবে না।
ভালবাসি বলতে হবে না।
বালিকা, একটু হাসতে শিখ!!