হৃদয় ছায়া নীড়ে তোমার বসতি
তুমি যে মোর প্রিয়া, নব তরুণী।
চলনে -বলনে নিত্য নয়নে,
তোমায় শুধু দেখি।
হাসিতে -খেলাতে মধুর ললাটে
তোমার ছবি যে আঁকি।
সোনার গহনে, আঁখির  দহনে,
পুরিতে আমি রাজি।
ওগো মোর প্রিয়া!
চোখের কাজলে, শাড়ীর আঁচলে
মন বাধিয়াছ নাকি?
খুঁজি শুধু তোমায় সুধাময়ী।
নূপুরের গুঞ্জনে, রাঙ্গা চরণে
চাঁদের নেয় যেন হাসি।
রিমঝিম চুরিতে, ভেজা কেশে
তুমি যেন গোলাপের রানী।
মৃদু সুরে কত আদর মাখা মাখি।
কথায় যেন মুক্তার ঘরাঘরি ।