তরা আয়রে সবে আয়।
দেখবি যদি আয়।
স্বদেশেতে সোনার হরিণ
নূপুর দিয়ে পায়।
তরা দেখবি যদি আয়।
আমার দেশে আছে রাখাল,
আছে রাঙ্গা গাই।
আরো আছে দেউল পাখি,
আছে ঠাকুর ও কানাই।
তরা দেখবি যদি আয়।
গাছে বসে পাখির ছানা
মিষ্টি সুরে গান গায়।
নদীর তীরে পাল তুলিয়া
আছে মাঝি ভাই।
পাহাড় নদী সন্ধি করে
জ্বল গড়িয়ে যায়।
জোয়ার আসে ভাটা নামে
দিন ফুঁড়িয়া যায়
তরা দেখবি যদি আয়।