আজ চলে যাবার সময় হলো।
মনে পরে প্রতিটা দিন গুনা
প্রতিটা রাত জাগা।
প্রতিটা প্রহরে জেগে উঠা।
আজ চলে যাবার সময় হলো।
কত শত পাগলামি র
হল আজ অবসান।
ক্ষুদ্র পথ চলা,
হলো আজ বেমানান।
আজ চলে যাবার সময় হলো।
হাসি -খুশির প্রতিটা সময়
বিদায় নিবে ক্ষণিক পর।
সন্ধ্যা নামবে প্রতিটা মনে,
অশ্রু ঝরবে চোখের আড়ালে।
আজ চলে যাবার সময় হলো।
স্মৃতির পাতায় লিখে রেখো ,
দিনগুলি আজ অতীত হলো।
কান্না মুখে বলে দিও,
যাবার বুঝি ডাক এলো।
আজ চলে যাবার সময় হলো।